হোম > সারা দেশ > ঢাকা

মেরিটাইম সেক্টর অর্থনীতির জোগানদাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিটাইম সেক্টরে যে প্রকল্প গ্রহণ করেছেন, তাতে এই সেক্টরটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম জোগানদাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেখানো পথে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে যতগুলো সংস্থা রয়েছে তাঁর সবগুলোই স্বাধীনভাবে দেশমাতৃকার প্রয়োজনে কাজ করে যাচ্ছে।’ 

চট্টগ্রামের মেরিন একাডেমিতে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬ ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড’ এ অংশ নিয়ে আজ রোববার তিনি এসব কথা বলেন। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শিপিং করপোরেশনকে ৬টি জাহাজ দিয়েছেন। এর প্রতিটিতে দুজন করে নারী ক্যাডেট সমুদ্রে অবস্থান করছেন। সেখানে বাংলাদেশের নারীরা সাহসিকতার কথা তুলে ধরছেন। এ ছাড়া মেরিন একাডেমি নিয়ে যে প্রকল্প নেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হয়েছে। 

ক্যাডেটদের উদ্দেশে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘আদর্শ ও সততা নিয়ে পথ চললে শুধু সফল হবে না, তোমাদের এই সফলতা বাংলাদেশের অগ্রগতিতে যুক্ত হবে। প্রধানমন্ত্রীর যে বাণী, সততা ও আদর্শ, সেটা নিয়ে তোমরা তোমাদের কর্মজীবন শুরু করবে এবং সেভাবে চলবে।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট