আশুলিয়ায় একটি বাড়িতে ভাড়া থাকা শের আলী নামে এক দিনমজুর দম্পতির হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে রাত ৩টার দিকে আশুলিয়ার ধলপুর এলাকায় হ্যাচারীর মোড়ের নিকট এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ৩টি গরু, গলার চেইন ও কানের দুল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা-পুলিশ।
মানিকগঞ্জের দৌলতপুর থানার জইন্তা গ্রামের বাসিন্দা শের আলী একই এলাকার রশিদ সিকদারের বাড়িতে ভাড়া থাকেন।
ভুক্তভোগী শের আলী জানান, গোয়াল ঘরের সঙ্গে টিনের ছাপড়ায় আমরা স্বামী স্ত্রী ঘুমাচ্ছিলাম। ভোর রাত ৩টার দিকে কেই একজন আমার গলা চেপে ধরে। চোখ খুলে দেখি ৪ জন লোক। তারা সবাই প্যান্ট ও মুখে মাস্ক পড়া ছিলেন। পাশে থাকা আরও দুজন ব্যক্তি আমার স্ত্রীর গলার চেইন ও কানের দুল খুলে নেয়। তারপর কিছু বুঝে উঠার আগেই মারধর করে আমাদের দুজনের হাত পা বেঁধে উল্টো করে ফেলে রাখে।
আর টিনের ঘরে আমার ছেলেকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে একজন দাঁড়িয়ে থাকে। যাওয়ার সময় আমার গোয়ালে থাকা শেষ সম্বল ৩টি গরুও নিয়ে যায়। পরে আমার ছেলে বের হয়ে আমাদের বাঁধন খুলে দেয়।
আশুলিয়া থানার এএসআই আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।