হোম > সারা দেশ > ঢাকা

সাভারে দিনমজুর দম্পতির বাড়িতে ডাকাতি

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় একটি বাড়িতে ভাড়া থাকা শের আলী নামে এক দিনমজুর দম্পতির হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে রাত ৩টার দিকে আশুলিয়ার ধলপুর এলাকায় হ্যাচারীর মোড়ের নিকট এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ৩টি গরু, গলার চেইন ও কানের দুল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা-পুলিশ। 

মানিকগঞ্জের দৌলতপুর থানার জইন্তা গ্রামের বাসিন্দা শের আলী একই এলাকার রশিদ সিকদারের বাড়িতে ভাড়া থাকেন। 

ভুক্তভোগী শের আলী জানান, গোয়াল ঘরের সঙ্গে টিনের ছাপড়ায় আমরা স্বামী স্ত্রী ঘুমাচ্ছিলাম। ভোর রাত ৩টার দিকে কেই একজন আমার গলা চেপে ধরে। চোখ খুলে দেখি ৪ জন লোক। তারা সবাই প্যান্ট ও মুখে মাস্ক পড়া ছিলেন। পাশে থাকা আরও দুজন ব্যক্তি আমার স্ত্রীর গলার চেইন ও কানের দুল খুলে নেয়। তারপর কিছু বুঝে উঠার আগেই মারধর করে আমাদের দুজনের হাত পা বেঁধে উল্টো করে ফেলে রাখে। 

আর টিনের ঘরে আমার ছেলেকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে একজন দাঁড়িয়ে থাকে। যাওয়ার সময় আমার গোয়ালে থাকা শেষ সম্বল ৩টি গরুও নিয়ে যায়। পরে আমার ছেলে বের হয়ে আমাদের বাঁধন খুলে দেয়। 
 
আশুলিয়া থানার এএসআই আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন