হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এতে ঘটনাস্থলেই বাস চালক সুমন মারা যান। বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী-বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে ‘আসা ইসলাম’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সোহানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

জানান, ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বাস চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে পরিবহনটি একই সড়কের উপজেলার শ্রীঙ্গাল নামক স্থানে একটি প্রাইভেট কারকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে প্রাইভেট কারের যাত্রী সৌদি প্রবাসী বাবা-ছেলে আহত হন। আহত বাবা আবুল হোসেন ও ছেলে সৈয়দ ইয়াসিন হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। 

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে