হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বাড়ির পাশের খেত থেকে পাটশাক তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লিপি বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ মে) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। লিপি বেগম ওই এলাকার নূর হাবিব মাদবরের স্ত্রী। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শাক তুলতে বাড়ির পাশের একটি পাটখেতে যান লিপি বেগম। এ সময় খেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। এরপর খেতেই লুটিয়ে পড়েন তিনি। এদিকে শাক তুলে ফিরতে দেরি হচ্ছে দেখে তাঁকে খুঁজতে যান তাঁর মেয়ে। সেখানে মাকে তার জড়িয়ে পড়ে থাকতে দেখে সে চিৎকার শুরু করলে অন্যরা এগিয়ে আসেন। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন। হাসপাতালে আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন