হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রকৌশলীর কার্যালয়ের দেয়াল ভেঙে রাস্তায়, তিন দিনেও হয়নি অপসারণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাংশা উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দেয়াল ভেঙে রাস্তায় পড়ে আছে। কিন্তু তিন দিন পার হলেও ইটগুলো অপসারণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, ইটগুলো অপসারণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

প্রকৌশলীর কার্যালয়টি উপজেলা পরিষদের সামনে অবস্থিত। উপজেলার সরকারি হাসপাতালে প্রবেশের একমাত্র সড়ক এটি। প্রতিদিন রোগী ও তাদের শত শত স্বজন এই সড়ক দিয়ে হাসপাতালে যাতায়াত করেন। এ ছাড়া প্রতিনিয়ত বিভিন্ন কাজে উপজেলায় আসতে হয় উপজেলাবাসীর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 

ইজিবাইকচালক মো. জাকির হাসান বলেন, ‘ইটগুলো যেভাবে সড়কে পড়ে আছে, তা খুবই বিপজ্জনক। দ্রুত ইটগুলো অপসারণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ 

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের শাখা কর্মকর্তা মো. আলামিন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক আগে দেয়ালটি স্থাপন করায় ভেঙে পড়েছে। গতকাল আমি বিষয়টি জানার পর ভাঙা জায়গা পরিমাপ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে পড়ে থাকা ইটগুলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টকে অপসারণ করার জন্য বলেছি।’ 

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হাসানুল আবেদিন বলেন, ‘আগামী রোববার অফিস খোলার পর ইটগুলো অপসারণ করা হবে।’

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ