হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রকৌশলীর কার্যালয়ের দেয়াল ভেঙে রাস্তায়, তিন দিনেও হয়নি অপসারণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাংশা উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দেয়াল ভেঙে রাস্তায় পড়ে আছে। কিন্তু তিন দিন পার হলেও ইটগুলো অপসারণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, ইটগুলো অপসারণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

প্রকৌশলীর কার্যালয়টি উপজেলা পরিষদের সামনে অবস্থিত। উপজেলার সরকারি হাসপাতালে প্রবেশের একমাত্র সড়ক এটি। প্রতিদিন রোগী ও তাদের শত শত স্বজন এই সড়ক দিয়ে হাসপাতালে যাতায়াত করেন। এ ছাড়া প্রতিনিয়ত বিভিন্ন কাজে উপজেলায় আসতে হয় উপজেলাবাসীর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 

ইজিবাইকচালক মো. জাকির হাসান বলেন, ‘ইটগুলো যেভাবে সড়কে পড়ে আছে, তা খুবই বিপজ্জনক। দ্রুত ইটগুলো অপসারণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ 

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের শাখা কর্মকর্তা মো. আলামিন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক আগে দেয়ালটি স্থাপন করায় ভেঙে পড়েছে। গতকাল আমি বিষয়টি জানার পর ভাঙা জায়গা পরিমাপ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে পড়ে থাকা ইটগুলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টকে অপসারণ করার জন্য বলেছি।’ 

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হাসানুল আবেদিন বলেন, ‘আগামী রোববার অফিস খোলার পর ইটগুলো অপসারণ করা হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট