হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ড ভ্যানের ধাক্কায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আবুল হোসেন (৪৫) নামে ওই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ৩টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত আবুল হোসেনের ভাতিজা মোহাম্মদ রাসেল জানান, তাঁদের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী উপজেলা চানকির টেক দত্তপাড়া এলাকায়। তিন মেয়েসহ পরিবার নিয়ে সেখানেই থাকতেন। তাঁর বাবার নাম মৃত মোসলেম হাওলাদার। ডিএনসিসির কাকরাইল এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। 

রাসেল আরও জানান, করোনার প্রাদুর্ভাবের সময় থেকে আবুল হোসেন প্রতিদিন টঙ্গী থেকে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যাতায়াত করতেন। গত রাতে কাজ শেষ করে কাকরাইল থেকে টঙ্গীর বাসায় ফেরার সময় হোসেন মার্কেটের বিপরীত পাশের রাস্তায় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. বশিরুল ইসলাম জানান, রাতে হোসেন মার্কেটের বিপরীত পাশের রাস্তায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি