হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ড ভ্যানের ধাক্কায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আবুল হোসেন (৪৫) নামে ওই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ৩টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত আবুল হোসেনের ভাতিজা মোহাম্মদ রাসেল জানান, তাঁদের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী উপজেলা চানকির টেক দত্তপাড়া এলাকায়। তিন মেয়েসহ পরিবার নিয়ে সেখানেই থাকতেন। তাঁর বাবার নাম মৃত মোসলেম হাওলাদার। ডিএনসিসির কাকরাইল এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। 

রাসেল আরও জানান, করোনার প্রাদুর্ভাবের সময় থেকে আবুল হোসেন প্রতিদিন টঙ্গী থেকে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যাতায়াত করতেন। গত রাতে কাজ শেষ করে কাকরাইল থেকে টঙ্গীর বাসায় ফেরার সময় হোসেন মার্কেটের বিপরীত পাশের রাস্তায় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. বশিরুল ইসলাম জানান, রাতে হোসেন মার্কেটের বিপরীত পাশের রাস্তায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার