হোম > সারা দেশ > ঢাকা

টুর থেকে ফেরার পথে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা, মামলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ট্যুর থেকে ফেরার পথে তাঁদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্ট থেকে ফেরার পথে কাঁচপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বলেন, গাড়ি থেকে এক শিক্ষার্থীর ফোন চুরি হয়ে গেলে চোরকে ধরতে গেলে সংঘবদ্ধ হয়ে স্থানীয়রা হামলা করে। এ হামলায় পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন—রফিকুল ইসলাম সাইমন, মাইনুল ইসলাম, নাঈম মোর্শেদ সৈকত, ইমন হোসাইন ও জাহিদ হাসান।

গণিত বিভাগের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ সালেহীন অয়ন ঘটনার বর্ণনা দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘সুবর্ণগ্রামের রিসোর্ট থেকে ফেরার পথে আমাদের বন্ধু মীম জামানের ফোন ছিনতাই হয়ে যায়। আমরা ছেলে শিক্ষার্থীরা নেমে চোরকে ধরতে যাই, দৌড়ে ধরতে গেলে যারা চোরকে দেখেছে তারা আমাদের পথ দেখিয়ে দেয়। অবশেষে এক কাউন্টারে গেলাম, সেখানে একজন লোক ছিল—ফোন চুরি করার বিষয়ে জিজ্ঞেস করলে, তিনি উত্তেজিত হয়ে স্থানীয়দের ফোন দেন।’

সালেহীন আরও বলেন, ‘স্থানীয়দের ফোন দেওয়ার পর ৩৫-৪০ জন লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করতে উদ্যত হলে আমরা দৌড়ে বাসের দিকে চলে আসি। এতে আমাদের পাঁচজন গুরুতর আহত হন। আহতরা ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের সবার হাতে, মুখে ও মাথায় আঘাত ছিল। জরুরি বিভাগ থেকে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। চেয়ারম্যানের (গণিত বিভাগ) সঙ্গে কথা হয়েছে, তিনি সহযোগিতা চেয়েছেন। মামলার কথা বলেছি।’

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা বিষয়ে কাজ চলমান। আজকে আমরা এ বিষয়ে একটি বিহিত করতে পারব।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি