হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ার ৫০ কারখানা বন্ধ ঘোষণা, শনিবার বিক্ষোভের আশঙ্কা

সাভার (ঢাকা) প্রতিনিধি

মজুরি বৃদ্ধির দাবিতে টানা চার দিন ধরে চলা আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকদের অসন্তোষ পরিস্থিতি আজ অনেকটাই ছিল নিরুত্তাপ। তবে এর মধ্যেও দুটি কারখানায় ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। প্রাথমিকভাবে জানা গেছে, আশুলিয়ার প্রায় ৫০টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়। আগামীকাল শুক্রবার বেশির ভাগ কারখানাই ছুটি থাকলেও শনিবার আবারও বিক্ষোভের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করার চেষ্টা করলেও পুলিশি বাধার মুখে তারা সড়ক অবরোধ করতে পারেনি। তবে দুটি কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার প্রায় ৫০টি কারখানায় ছুটি চলছে। আশুলিয়ার জামগড়া ও কাঠগড়া এলাকার ৬টি কারখানার শ্রমিকেরা সকালে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভের চেষ্টা করেছিল। পুলিশের অবস্থানের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, আজ ৫০টি কারখানায় ছুটি ছিল। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এমনিতেই সব কারখানা ছুটি থাকবে। আমরা আশা করছি শনিবার থেকে সব কারখানা পুরো দমে কাজ শুরু করতে পারবে।

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুর বারী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ধউর বেড়িবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুপাশের সকল কারখানা বন্ধ ছিল। তবে মূল সড়ক থেকে ভেতরের দিকের কারখানাগুলো চালু ছিল। এখানকার পরিবেশ আজ শান্ত ছিল। তবে কাঠগড়া এলাকায় ২টি কারখানায় ভাঙচুর হয়েছে। আগামীকাল শুক্রবার ছুটির দিন বেশির ভাগ কারখানাই বন্ধ থাকবে, দুই-একটা কারখানা খোলাও থাকতে পারে। তবে শনিবার আমরা আশঙ্কা করছি, খারাপ কিছু হলেও হতে পারে।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক