হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসির সব মাঠ উন্মুক্ত করার নির্দেশ দিলেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন যেসব মাঠে সর্বসাধারণের প্রবেশাধিকার নেই, সেগুলোর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার নগর ভবনে ঢাকা মেয়র কাপের দ্বিতীয় আসরের সামগ্রিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ আদেশ দেন তিনি। 

মেয়র বলেন, ‘আমাদের সিটি করপোরেশনের কিছু মাঠ দখলে আছে, কিছু মাঠে ঘাস নষ্ট হওয়ার কারণে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন থেকে এসব মাঠ জনগণের জন্য খুলে দেওয়া হবে, যাতে সবাই এখানে খেলাধুলা করতে পারে।’ 

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান জাহিদ হোসেন এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে মেয়র বলেন, ‘একসময় ঢাকার তরুণ-যুবকেরা শহরের মাঠে-ময়দানে, অলিগলিতে খেলাধুলা করে এ দেশের ফুটবল-ক্রিকেটকে নেতৃত্ব দিলেও বর্তমানে সেই চিত্র অনেকটাই বিবর্ণ। এর অন্যতম কারণ ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠ নেই। আমরা খেলাধুলায় ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমরা প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেছি।’ 

মেয়র কাপের দ্বিতীয় আসর সম্পর্কে মেয়র বলেন, “মুজিববর্ষে দক্ষিণ সিটি প্রথমবারের মতো আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সফলতায় অনুপ্রাণিত হয়ে আগামী ৫ মার্চ থেকে দ্বিতীয়বারের মতো ‘ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’ আয়োজন করতে চলেছে। গতবারের মতো এবারও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা ‘ফুটবল’ এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ‘ক্রিকেট’ নিয়েই আমরা এবারকার ক্রীড়া উৎসব আয়োজন করতে চলেছি।”

তিনি জানান, এবারের আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় আমরা প্রথমবারের মতো ‘মেধা অন্বেষণ'-এর উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্রতি ম্যাচেই বাফুফে ও বিসিবি থেকে দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। তাঁরা সেখান থেকে মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করবেন এবং তাঁদের পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেবেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন