হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের পরিবারের ২৪ বিঘা জমি ও ৫ ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তারিক আহমেদ সিদ্দিক। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিকের নামে থাকা ২৪ বিঘা জমি, পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এই আবেদন করেন।

আবেদন অনুযায়ী, তারিক সিদ্দিক এবং তাঁর স্ত্রী ও কন্যার নামে রাজধানীর বারিধারার ডিওএসএইচের সাততলা বাড়ি, একই এলাকার সাততলা ভবনের পাঁচ থেকে সাততলার তিনটি ফ্ল্যাট, একই এলাকার ৩৬০০ স্কয়ার ফিটের চারটি কার স্পেসসহ দুটি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নতুন শহরে ২০ কাঠা জমির চারটি প্লট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, দাউদপুর, গাজীপুরের কালীগঞ্জের বেশ কয়েকটি প্লট, জমি ও রাজধানী ভাটারা এলাকায় একটি প্লট রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক, কন্যা নুরিন সিদ্দিক ও তাঁদের স্বার্থসংশ্লিষ্টরা স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ ক্রোক করা আবশ্যক।

এর আগে ২৮ জানুয়ারি তারিক আহমেদ সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। পরে গত ২৯ এপ্রিল তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, দুই মেয়ে বুশরা সিদ্দিক, নুরিন তাসমিয়া সিদ্দিকসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৪ মে তাঁদের ১৩টি ব্যাংক হিসাবের ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা অবরুদ্ধ করা হয়।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ