আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত সোমবার (১১ ডিসেম্বর) আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় ইতিহাস পরিবহনের যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গ্রেপ্তাররা হলেন, কলতাসুতি এলাকার জিয়াউর রহমান (৪০), একই এলাকার হৃদয় প্রামানিক (২৫) ও শিমুলিয়া তেলিবাজারের মো. দেলোয়ার হোসেন (৩৫। এদের মধ্যে দেলোয়ার হোসেন আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদক বলে জানায় পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে শিমুলিয়া তেলিবাজার থেকে আরেকজনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই (উপপরিদর্শক) নোমান ছিদ্দিক। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান তিনি।