হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় বাসে আগুন: বিএনপির ৩ নেতা–কর্মী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত সোমবার (১১ ডিসেম্বর) আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় ইতিহাস পরিবহনের যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 

গ্রেপ্তাররা হলেন, কলতাসুতি এলাকার জিয়াউর রহমান (৪০), একই এলাকার হৃদয় প্রামানিক (২৫) ও শিমুলিয়া তেলিবাজারের মো. দেলোয়ার হোসেন (৩৫। এদের মধ্যে দেলোয়ার হোসেন আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদক বলে জানায় পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। 

 এ ছাড়া পৃথক অভিযানে শিমুলিয়া তেলিবাজার থেকে আরেকজনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই (উপপরিদর্শক) নোমান ছিদ্দিক। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান তিনি।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা