হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড়াতে দিল না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বঘোষিত কর্মসূচি ১১ দফা বাস্তবায়নে রামপুরা ট্রাফিক বক্সের সামনে সকলে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাঁদের বাধা দেয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। 

একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। পরে পুলিশের বাঁধার মুখে মানববন্ধন না করে চলে যায় তারা। 

মতিঝিল জোনের রামপুরা বিভাগের এডিসি নুরুল আমিন বলেন, ওপর থেকে নিষেধ আছে আজকে শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেওয়া হবে না। কারণ তাঁদের সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। 

মানববন্ধনে আসা দুই শিক্ষার্থী কানিজ ফাতেমা ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের কোনো দাবি সরকার মেনে নেয়নি। সারা দেশে হাফ ভাড়া কার্যকর হয়নি, রাস্তা নিরাপদ হয়নি। তাহলে আমাদের কোন দাবিটা মেনে নিল। 

শিক্ষার্থীরা বলেন, আমরা আজ রাস্তায় কোন প্রকার বিশৃঙ্খলা করার জন্য আসিনি, আমরা গাড়ির কাগজপত্র চেক করার জন্য আসিনি, আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে, আমাদের ব্রিজের ওপর দাঁড়াতে দেয়নি, উঠিয়ে দিয়েছে। এ ছাড়া পুলিশ আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে, যা কাম্য নয়। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল