হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২)। এ ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৯ অক্টোবর রাতে রাজধানীর খিলগাঁওয়ে কনস্ট্রাকশন সল্যুশনস নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে ঢুকে রাসেলসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে।

পরে একটি ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় তেত্রিশ লাখ টাকার মালামাল, একটি মোটরসাইকেল ও ১৫টি মোবাইলফোন নিয়ে যায়। মোটরসাইকেলটি কুমিল্লা হাইওয়েতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে দাউদকান্দি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে হাইওয়ে পুলিশ গত ৯ অক্টোবর মোটরসাইকেলটি উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে খিলগাঁও থানায় রুজু করা ডাকাতি মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হলে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু