হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২)। এ ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৯ অক্টোবর রাতে রাজধানীর খিলগাঁওয়ে কনস্ট্রাকশন সল্যুশনস নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে ঢুকে রাসেলসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে।

পরে একটি ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় তেত্রিশ লাখ টাকার মালামাল, একটি মোটরসাইকেল ও ১৫টি মোবাইলফোন নিয়ে যায়। মোটরসাইকেলটি কুমিল্লা হাইওয়েতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে দাউদকান্দি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে হাইওয়ে পুলিশ গত ৯ অক্টোবর মোটরসাইকেলটি উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে খিলগাঁও থানায় রুজু করা ডাকাতি মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হলে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট