হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ আব্দুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সালমান খান দিনার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাওয়া রোডের আব্দুল্লাপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত দিনারকে পথচারী ও বন্ধুরা উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়ার পর চিকিৎসক রাত ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

দিনাদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। বাবার নাম জামান খান। পরিবার নিয়ে পুরান ঢাকার আরসিন গেট এলাকায় থাকতেন।

ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল দিনার। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি অংশ নেননি বলে নিশ্চিত করেছেন নিহত দিনারের খালাতো ভাই মো. সজিব আহমেদ।

খালাতো ভাই মো. সজিব আহমেদ বলেন, ‘মঙ্গলবার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন দিনার। সেখান থেকে ঢাকায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। পরে লোক মারফত তার দুর্ঘটনার খবর শুনতে পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দিয়েছে বলে শুনেছি। তবে তার সঙ্গে আর কয়জন ছিল তা এখনো জানা যায়নি।’

মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, সন্ধ্যা ৭টার দিকে খবর পাওয়া যায়, মাওয়া রোডের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে রাস্তায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পাওয়া গেছে।

ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আহত এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যতটুকু জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে দিনারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে স্বজনরা সঙ্গে সঙ্গে মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে গেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন