হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের অস্ত্র ছিনতাই: বিএনপি নেতা সরোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের অস্ত্র ছিনতাই এবং পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। 

আজ দুপুরে সরোয়ারকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। 
এর আগে গত বৃহস্পতিবার রাতে লালবাগে বোনের বাসা থেকে সরোয়ারকে আটক করা হয় বলে তাঁর স্ত্রী জানান। 

পুলিশের অস্ত্র ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে খিলক্ষেত থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। খিলক্ষেত থানার এসআই শফিকুল ইসলাম গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত ছিলেন। 

মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৫ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সময় রাজার বাগ পুলিশ লাইনসের মুক্তিযুদ্ধ জাদুঘর ও ক্যানটিনে ভাঙচুর, পুলিশের কর্তব্যে বাধা, পুলিশকে মারধর ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। 
এই মামলায় বিএনপির আরেক যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গত বুধবার রিমান্ডে নেওয়া হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন