হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ার গাজীখালী সেতুর ঢালে বড় গর্ত 

প্রতিনিধি

সাটুরিয়া (মানিকগঞ্জ): কয়েক দিনের টানা বৃষ্টিতে সাটুরিয়ার গাজীখালী নদীর ওপরে সেতুর ঢালে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সেতুর ঢালের পাশের দোকানদাররা গর্তের ওপর বড় আকারের একটি কাঠ দিয়ে যানবাহনের চালক ও পথচারীদের চলাচলে সতর্ক করে দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ছোট আকারের গর্ত থাকলেও সারা দিনের মালবাহী ট্রাকের চাপে গর্তটি বড় আকার ধারণ করে। 

স্থানীয়রা জানান, সাটুরিয়া গাজীখালী নদীর ওপর নির্মিত সেতুর পানি দক্ষিণ পাশ দিয়ে নেমে যায়। ফলে সেতুর গোড়ার পিলারের মাটি সরে গিয়ে গতকাল দুপুরে ছোট আকারের গর্ত দেখা দেয়। পরে অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় বিকেলে গর্ত বড় আকার ধারণ করে। পরে সেতুর ঢালের পাশের দোকানদাররা একটি মোটা কাঠের খুঁটি দিয়ে গাড়ি ও পথচারীদের চলাচলে সতর্ক করেন। 

সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটি সড়ক ও জনপথের। তাদের বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলমকেও জানানো হয়েছে। এই গর্ত আরও বড় আকার ধারণ করলে জেলার সঙ্গে এখানকার যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তবে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম বলেন, `বিষয়টি আমি জানার পর স্থানীয় প্রকৌশলীকে দেখতে বলেছি। সে দেখে রিপোর্ট করলে সড়ক ও জনপথকে জানানো হবে। যেহেতু এটি জেলার সঙ্গে সাটুরিয়ার একমাত্র যোগাযোগ সড়ক। যে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, প্রাথমিকভাবে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে বলেও জানান তিনি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির