হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নৈশপ্রহরীকে খুন

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই উদ্যানের নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান জানান, গত তিন-চার বছর যাবৎ রবিউল উদ্যানের নৈশপ্রহরীর হিসেবে চাকরি করে আসছিলেন। বুধবার দিবাগত রাতে ওই এলাকার মাদকসেবী ও ছিনতাইকারী সুজন ওরফে ডিপজল একটি বাড়ি থেকে রড চুরি করছিল। তখন তাকে ধরে ফেলেন রবিউল। তবে রড রেখে তাকে ছেড়ে দেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে রবিউল ৩ নম্বর রোডের একটি গলিতে ডিউটিতে ছিলেন, তখন সুজন ও দুই-তিনজন রবিউলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, আহত রবিউলের চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত রবিউল ইসলামের বোন নুরবানু জানান, রবিউলের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামে। তার বাবার না মো. লোকমান মিয়া। বর্তমানে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ২ নম্বর রোডের সি ব্লকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। তিনি রাতে জানতে পারেন এলাকায় চুরি করতে বাধা দেওয়ায় ডিপজল নামের এক লোক রবিউলকে ছুরিকাঘাত করেছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর থেকে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত যুবকের বুকে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানার পুলিশ তদন্ত করছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি