হোম > সারা দেশ > ঢাকা

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালে চালের পাশাপাশি আর্থিক সহায়তা চান জেলেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে শুধু চাল নয়, প্রতি মাসে প্রত্যেক পরিবারের জন্য কমপক্ষে ৮ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন মৎস্য শ্রমিকেরা। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা জেলেদের এই দাবির কথা তুলে ধরেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘জেলে কার্ড পাওয়া বিষয়ে মাঠপর্যায়ের বাস্তবতা ও কিছু সুপারিশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এ-সম্পর্কিত গবেষণার তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। ২০১৮ সাল থেকে পাথরঘাটা ও মহেশখালীতে চলা এ গবেষণায় সহযোগী হিসেবে রয়েছে বিলস, কোস্ট ফাউন্ডেশন, টেকসই সমুদ্র মানবাধিকার মৎস্য আহরণ ও চাষ, দ্য ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস ও সুইডেন সারভিজ।

অনুষ্ঠানে গবেষণার তথ্য-উপাত্ত তুলে ধরেন মানুষের জন্য ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক শেখ গিয়াস উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সরকারি যে চাল সহায়তা দেওয়া হয়, তা একেবারেই অপ্রতুল। চালের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রতি মাসে প্রতিটি জেলে পরিবারের জন্য যদি অন্তত ৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, তাহলে তারা মোটামুটিভাবে চলতে পারে। সমুদ্রে মাছ ধরা ও ইলিশ ধরার ক্ষেত্রে মোট তিন মাসের নিষেধাজ্ঞার সময়ে এই সহায়তা দেওয়া প্রয়োজন।’

অনুষ্ঠানে জানানো হয়, গবেষণাধীন এলাকায় মাত্র ৪২ দশমিক ৬ শতাংশ মৎস্যজীবী কার্ডধারী। বাকিরা কার্ড পাননি। ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞার সময় মাত্র ৪৬ শতাংশ জেলে সরকারি বরাদ্দ থেকে চাল পেয়েছেন। বাকিরা কোনো সহায়তা পাননি। ফলে এ সময় অনেককেই উচ্চ সুদে ঋণ নিয়ে চলতে হয়, যা তাঁদের সারা জীবনের বোঝা হয়ে দাঁড়ায়। গবেষণাধীন এলাকায় অল্পসংখ্যক নারীকেও জেলে হিসেবে তাঁরা পেয়েছেন, যারা জেলে কার্ডধারী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, ‘মৎস্যজীবীরা যাতে শ্রমিক হিসেবে প্রতিষ্ঠা পান, সে বিষয়ে নজর দেওয়া জরুরি। এতে শ্রমিক হিসেবে তাঁদের অধিকার নিয়ে কথা বলা যাবে। এসব শ্রমিকের মানবাধিকার, তাঁদের সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিতের বিষয়ে সচেতন হতে হবে।’

কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাহাদুর বলেন, যখন সরকারি তালিকা করা হয়, তখন অধিকাংশ জেলে সমুদ্রে থাকে। ফলে তারা তালিকার বাইরে থেকে যাচ্ছে। নিষেধাজ্ঞার সময় জেলেরা দাদনের কাছ থেকে ১২০ শতাংশ হারে সুদে ঋণ নিতে বাধ্য হয়। এটা ভয়ানক। এ অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে জেলেদের জন্য আলাদা একটি ব্যাংক প্রতিষ্ঠা করা যেতে পারে। তিনি বলেন, ‘জেলেরা নিষেধাজ্ঞা মানতে চান। তবে এ সময় জেলেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে অনুযায়ী তাঁরা তেমন কিছুই পান না। ফলে তাঁদের খুবই মানবেতরভাবে চলতে হয়। তেলের দাম বাড়ায় অনেক জেলে ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রে যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছে। ফলে তাঁরা এখন শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন।’

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক ফেডারেশনের সমাজকল্যাণ সম্পাদক এস এম জাকির হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, ‘সরকারের আর্থিক সহায়তা ছাড়া জেলেদের এ অবস্থার উন্নতি সম্ভব নয়। একই সঙ্গে পরিবারপ্রতি চালের সহায়তা ৬০ কেজিতে উন্নীত করা প্রয়োজন। নিষেধাজ্ঞাকালে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করলে সংকট থেকে অনেকটাই উত্তরণ সম্ভব।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস