হোম > সারা দেশ > মাদারীপুর

তীব্র স্রোতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং বয়াটি স্রোতের তোড়ে ভেসে যাওয়ায় পদ্মায় দিকনির্ণয়ে ব্যর্থ হচ্ছে ফেরিগুলো। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএর মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’ 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. কামরুল ইসলাম বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝিরকান্দি রুটে সাতটি ফেরি চলছে।

একই নদীতে দুই নৌপথের একটিতে ফেরি চালু, অন্যটিতে ফেরি চলাচল বন্ধ রাখা প্রসঙ্গে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম, বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করে বিধায় অতিরিক্ত স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লাগতে পারে। সে কারণে নদীতে অতিরিক্ত স্রোত থাকলে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

এদিকে, শিমুলিয়া-মাঝিকান্দি ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল অব্যাহত আছে। এই নৌপথে মোট ৮২টি লঞ্চ চলছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সহকারী পরিদর্শক ও সহকারী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অতিরিক্ত স্রোতে ফেরি চলতে অনেক অসুবিধা হয়। কিন্তু লঞ্চ কিছুটা সমস্যা হলেও চলতে পারে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন