হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ফায়ারম্যান রানার মরদেহের অপেক্ষায় পরিবার

মানিকগঞ্জ প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী রানা মিয়া (২২)। এ খবরে তার পরিবারে মাতম চলছে। পরিবারের দুচোখ অপেক্ষার প্রহর গুনছে রানার মরদেহের। 

গতকাল শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন রানা। আজ রোববার দুপুরে তাঁর মরদেহ শনাক্ত করেন তার ভগ্নিপতি বিজিবি সদস্য রাসেল শেখ। রানার মরদেহ শনাক্ত হওয়ার পর মরদেহ আনতে তাঁর মামা ইউসুফ আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। 

নিহত রানা মিয়া ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনের কর্মরত ছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, নিহত রানার একজন ছোট ভাই ও একজন ছোট বোন রয়েছে। তাঁর ছোট ভাইয়ের নাম সাজেদুল মিয়া আর বোনের নাম বন্যা আক্তার। তাঁদের মূল বাড়ি শিবালয় উপজেলার তেওতা এলাকায়। দীর্ঘ দিন ধরে তাদের নানা বাড়ি শিবালয়ের নবগ্রামে থাকেন। গ্রামে আসলে বিভিন্ন সামাজিক কাজও করতেন তিনি।

 
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ‘ফায়ার সার্ভিসের একজন সদস্য চট্টগ্রামে সীতাকুণ্ডে নিহত হয়েছেন যার বাড়ি শিবালয়ের নবগ্রামে। শিবালয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মজিবুর রহমানের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে নিহতের মরদেহ কখন আসবে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।’ 

 

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল