হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সড়কের পাশে পড়েছিল রিকশা চালকের মরদেহ, খোঁজ মেলেনি স্ত্রীর

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলায় খাদ থেকে আব্দুল্লাহ আল-মামুন (৪০) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আব্দুল্লাহ আল মামুন মাগুরা জেলার বরইখালী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। তিনি পৌরসভার নারাঙ্গাই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারাঙ্গাই এলাকায় কাজু মিয়ার বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন আব্দুল্লাহ আল মামুন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মামুনের স্ত্রী ফিরোজা বেগম বাড়িওয়ালা কাজু মিয়াকে জানান তাঁর স্বামী পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। কাজু মিয়া মামুনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে মামুনের স্ত্রী ফিরোজা বেগম তাঁর স্বামীকে নিয়ে হাসপাতালে রওনা দেন। 

তাঁরা আরও জানান, আজ সকালে মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি খাদে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত মামুনের স্ত্রী ফিরোজা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, বিষয়টি তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির