হোম > সারা দেশ > ঢাকা

রমজান মিয়া হত্যা: ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা শুভ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রমজান মিয়া জীবন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।

বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে, এদিন মামলার মূল নথি আদালতে না থাকায় বিচারক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী থেকে রাউফুল আলম খান ওরফে শুভকে আটক করে পুলিশ। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মো. রমজান মিয়া জীবন ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। এরপর ৬৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৯ অক্টোবর তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত রমজান মিয়ার বাবা মো. জামাল উদ্দীন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক