হোম > সারা দেশ > ঢাকা

রমজান মিয়া হত্যা: ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা শুভ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রমজান মিয়া জীবন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।

বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে, এদিন মামলার মূল নথি আদালতে না থাকায় বিচারক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী থেকে রাউফুল আলম খান ওরফে শুভকে আটক করে পুলিশ। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মো. রমজান মিয়া জীবন ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। এরপর ৬৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৯ অক্টোবর তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত রমজান মিয়ার বাবা মো. জামাল উদ্দীন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার