হোম > সারা দেশ > ঢাকা

উন্নয়ন প্রকল্পের নামফলক পোড়ানোর দায় বিএনপির, দাবি কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার রাতে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পের নামফলক পুড়িয়ে ফেলা হয়েছে, যাতে বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এরা যে আন্দোলনের নামে কী করবে, এটা বোঝাই যায়। এখন তারা উদ্বোধনী ফলক ভাঙতে শুরু করেছে। তা-ও কোনটি? আমারও না, প্রধানমন্ত্রীর। এত বিদ্বেষ। কারা করেছে সেটা আমরা বুঝি। সত্য বেরিয়ে আসবে।’ 

আজ শুক্রবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের শত্রুরা এই ষড়যন্ত্রে জড়িত বলে জানান তিনি। তিনি বলেন, ‘উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে যারা বিষোদ্‌গার করে যাচ্ছে। তারা গত রাতের অন্ধকারে কাঁচপুর সেতুর প্রান্তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি পুড়িয়ে ফেলেছেন।’ 

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সচিব ওখানে আছেন। তাঁকে বলেছি বিষয়টি দেখে মামলাও করতে হবে।’ 

ঘটনার সঙ্গে বিএনপি জড়িত এমন ইঙ্গিত করেন ওবায়দুল কাদের। তিনি দাবি করে বলেন, ‘আমি শুধু এইটুকু বলতে চাই। আমরা যে বলি এরা পারলে...এখন শুরু করল। এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে...পুড়িয়ে ফেলেছে। এই তিন সেতু (কাঁচপুর, মেঘনা, গোমতী সেতু) চট্টগ্রামে যাতায়াতে যে স্বস্তি দিয়েছে, এতে প্রধানমন্ত্রীর অহংকারের উচ্চারণ আছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট