হোম > সারা দেশ > ঢাকা

উন্নয়ন প্রকল্পের নামফলক পোড়ানোর দায় বিএনপির, দাবি কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার রাতে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পের নামফলক পুড়িয়ে ফেলা হয়েছে, যাতে বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এরা যে আন্দোলনের নামে কী করবে, এটা বোঝাই যায়। এখন তারা উদ্বোধনী ফলক ভাঙতে শুরু করেছে। তা-ও কোনটি? আমারও না, প্রধানমন্ত্রীর। এত বিদ্বেষ। কারা করেছে সেটা আমরা বুঝি। সত্য বেরিয়ে আসবে।’ 

আজ শুক্রবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের শত্রুরা এই ষড়যন্ত্রে জড়িত বলে জানান তিনি। তিনি বলেন, ‘উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে যারা বিষোদ্‌গার করে যাচ্ছে। তারা গত রাতের অন্ধকারে কাঁচপুর সেতুর প্রান্তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি পুড়িয়ে ফেলেছেন।’ 

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সচিব ওখানে আছেন। তাঁকে বলেছি বিষয়টি দেখে মামলাও করতে হবে।’ 

ঘটনার সঙ্গে বিএনপি জড়িত এমন ইঙ্গিত করেন ওবায়দুল কাদের। তিনি দাবি করে বলেন, ‘আমি শুধু এইটুকু বলতে চাই। আমরা যে বলি এরা পারলে...এখন শুরু করল। এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে...পুড়িয়ে ফেলেছে। এই তিন সেতু (কাঁচপুর, মেঘনা, গোমতী সেতু) চট্টগ্রামে যাতায়াতে যে স্বস্তি দিয়েছে, এতে প্রধানমন্ত্রীর অহংকারের উচ্চারণ আছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন