হোম > সারা দেশ > ঢাকা

১৫ মামলায় পি কে হালদারের দুই সহযোগীর হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে ১৫ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

আজ বৃহস্পতিবার পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ শর্ত সাপেক্ষে তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।  

জামিনের শর্তে বলা হয়েছে তাঁদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল ইসলাম সুজন ও জুলহাস উদ্দিন আহমেদ। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ১৫ মামলায় ৭৫০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। আদালত তাদের ছয় সপ্তাহের জামিন দিয়েছেন। তবে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। 

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দুই সহযোগীই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক ছিলেন। তাদের জামিন আদেশ স্থগিত চেয়ে আমরা আপিল বিভাগে আবেদন করব। 

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁর ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন পি কে হালদার।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ