হোম > সারা দেশ > ঢাকা

১৫ মামলায় পি কে হালদারের দুই সহযোগীর হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে ১৫ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

আজ বৃহস্পতিবার পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ শর্ত সাপেক্ষে তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।  

জামিনের শর্তে বলা হয়েছে তাঁদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল ইসলাম সুজন ও জুলহাস উদ্দিন আহমেদ। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ১৫ মামলায় ৭৫০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। আদালত তাদের ছয় সপ্তাহের জামিন দিয়েছেন। তবে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। 

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দুই সহযোগীই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক ছিলেন। তাদের জামিন আদেশ স্থগিত চেয়ে আমরা আপিল বিভাগে আবেদন করব। 

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁর ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন পি কে হালদার।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১