হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে হারুন মোল্লা (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শোয়াখাড়া এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফরিদপুর নৌ-পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত হারুন মোল্লা উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার জালাল মোল্লার ছেলে। 

আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা পদ্মা নদীর শোয়াখাড়া এলাকায় ভাসমান মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বলে ফরিদপুর নৌ পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী নিশ্চিত করেছেন।

আজিম নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, গত রোববার বিকেলে নদীতে একা মাছ ধরতে গিয়ে পরে যান হারুন। তাঁর স্ত্রীও নদীর পারে কাজ করছিল। তখন তিনিও হারুন মোল্লাকে নদীতে মাছ ধরতে দেখেছেন। পরে বিকেল ৫টার দিকে থেকে নিখোঁজ হন। গত দুদিন নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও মরদেহ পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। 

ফরিদপুর নৌ-পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী বলেন, দুদিন আগে নিখোঁজ ব্যক্তির মরদেহ আজ স্থানীয়রা উদ্ধার করেছেন। তিনি স্ট্রোক করে নদীতে পরে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’