হোম > সারা দেশ > ঢাকা

গুম হওয়া প্রতিটি ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও অপহরণ হওয়া প্রতিটি ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ‘স্বজন হারা সমন্বয় কমিটি’ নামে একটি সংগঠন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিখোঁজ হওয়া ৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন।

লিখিত বক্তব্যে বেল্লাল হোসেন দাবি করেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শতকরা ৭০ থেকে ৮০ শতাংশ লোক র‍্যাবের দ্বারা গুম, খুন, অপহরণ হয়েছে। ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে অন্যায়ভাবে পাখির মতো তারা মানুষ মারছে। এ সময়ে র‍্যাবের দায়িত্বে থাকা ডিজি, এডিশনাল ডিজি, ডিবির প্রধান ও ডিজিএফআই প্রধান, সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

গোপন আয়নাঘর জনসমক্ষে আনার দাবি জানিয়ে বেল্লাল হোসেন বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে জল্লাদের আয়নাঘর উন্মোচন না করা হলে বাংলার প্রতিবাদী মানুষকে নিয়ে প্রতিটি সন্দেহভাজন আয়নাঘর ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।’ তিনি অভিযোগ করেন, ‘প্রতিটি রাজনৈতিক দল তাদের পদ-পদবি ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত, স্বজনহারা পরিবারের পক্ষে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’