হোম > সারা দেশ > ঢাকা

গুম হওয়া প্রতিটি ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও অপহরণ হওয়া প্রতিটি ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ‘স্বজন হারা সমন্বয় কমিটি’ নামে একটি সংগঠন।

সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিখোঁজ হওয়া ৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন।

লিখিত বক্তব্যে বেল্লাল হোসেন দাবি করেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শতকরা ৭০ থেকে ৮০ শতাংশ লোক র‍্যাবের দ্বারা গুম, খুন, অপহরণ হয়েছে। ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে অন্যায়ভাবে পাখির মতো তারা মানুষ মারছে। এ সময়ে র‍্যাবের দায়িত্বে থাকা ডিজি, এডিশনাল ডিজি, ডিবির প্রধান ও ডিজিএফআই প্রধান, সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

গোপন আয়নাঘর জনসমক্ষে আনার দাবি জানিয়ে বেল্লাল হোসেন বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে জল্লাদের আয়নাঘর উন্মোচন না করা হলে বাংলার প্রতিবাদী মানুষকে নিয়ে প্রতিটি সন্দেহভাজন আয়নাঘর ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।’ তিনি অভিযোগ করেন, ‘প্রতিটি রাজনৈতিক দল তাদের পদ-পদবি ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত, স্বজনহারা পরিবারের পক্ষে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট