হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শ্যামপুর ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা।

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টায় শনির আখড়ায় দনিয়া কলেজের সামনে সড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল সড়ক ছাড়বেন বলে দাবি করেছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, সড়ক বন্ধ করে আন্দোলনকারীরা পৃথক পৃথক স্থানে দলবদ্ধ হয়ে স্লোগান দিচ্ছেন। তাদের সবার স্লোগানের মূল বিষয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা।

মহাসড়কে অবস্থান নেওয়াদের মধ্যে ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকাসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি–সংবলিত পোস্টার দেখা যায়।

এ সময় আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘এই মুহূর্তে ব্যান্ড (নিষিদ্ধ) চাই, আওয়ামী লীগ ব্যান্ড চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এ রকম বিভিন্ন স্লোগান দেন।

এই অবরোধের কারণে সকাল থেকে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান