হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁও ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কয়েক দিনের ব্যবধানে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় জিন্নাত আলী নামে এক পথচারী নিহত ও অপর দুই পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক ও সহকারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। 

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল পলিটেকনিক কলেজ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জিন্নাত আলী পারটেক্স গ্রুপের সিনিয়র সুপারভাইজার। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে।

নিহতের শ্যালক মো. সানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে বিকেল ৫টায় মরদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্য রওনা করেছে নিহতের স্বজনরা।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চালকের অনুপস্থিতিতে সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন। ইউ টার্ন নিতে গিয়েই তিনি জিন্নাত আলীকে ধাক্কা দেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালকের আসনে থাকা সহকারী জিহাদ খানকে (১৮) আটক করা হয়েছে।’

চলতি সপ্তাহেই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনে একটি মাইক্রোবাসের চাপায় আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনা ঘটে। সপ্তাহ না পেরোতেই আবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল এই এলাকায়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট