হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ইকুরিয়া বেপারীপাড়া, পূর্ব চড়াইল ও দোলেশ্বর পূর্ব পাড়া এলাকায় এ অভিযান চলে। র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সালমান (২৬) ও মোঃ আহসান সেলিম (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাঁদের কাছে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন ও নগদ- ৪০০ টাকা পাওয়া যায়।

একই দিন দুপুরে র‌্যাব-১০ এর উক্ত দলটি কেরানীগঞ্জ মডেল থানাধীন কসাইভিটা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পূর্ব চড়াইল এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওয়াহিদা বেগম (৫০) ও মোঃ রুবেল হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা, ২ টি মোবাইল ফোন ও নগদ- ১০০০ টাকা উদ্ধার করা হয়।

একই রাতে র‌্যাব-১০ এর আরেকটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর পূর্ব পাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে সোহেল (২০) নামের এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।এসময় তাঁর কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২