হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ইকুরিয়া বেপারীপাড়া, পূর্ব চড়াইল ও দোলেশ্বর পূর্ব পাড়া এলাকায় এ অভিযান চলে। র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সালমান (২৬) ও মোঃ আহসান সেলিম (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাঁদের কাছে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন ও নগদ- ৪০০ টাকা পাওয়া যায়।

একই দিন দুপুরে র‌্যাব-১০ এর উক্ত দলটি কেরানীগঞ্জ মডেল থানাধীন কসাইভিটা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পূর্ব চড়াইল এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওয়াহিদা বেগম (৫০) ও মোঃ রুবেল হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা, ২ টি মোবাইল ফোন ও নগদ- ১০০০ টাকা উদ্ধার করা হয়।

একই রাতে র‌্যাব-১০ এর আরেকটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর পূর্ব পাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে সোহেল (২০) নামের এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।এসময় তাঁর কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট