হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সূত্রাপুরে শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সূত্রাপুরে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৫ বছরের যুবক নাদিমুল ইসলাম এলেম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন নিহতের মা কিসমত আরা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী কিসমত আরা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সংসদ সদস্য সাঈদ খোকন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবির প্রধান হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু প্রমুখ।

মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই বেলা ৩টা থেকে ৪টার মধ্যে কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলছিল। সেখানে থাকা বাদীর ছেলে নাদিমুল ইসলাম এলেম গুলিবিদ্ধ হন। গুলি এলেমের চোখ ভেদ করে ভেতরে ঢুকলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এলেম। তাঁকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মামলায় অভিযোগ করা হয়—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও অন্যান্য আসামিদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ হত্যাকাণ্ড ঘটে।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা