হোম > সারা দেশ > টাঙ্গাইল

পদ জমা দিয়ে তদবিরে আসবেন, দেখব কতটুকু পারেন: আহমেদ আযম খান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুরে ডাকবাংলো মাঠে স্থানীয় আজ শুক্রবার বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আহমেদ আযম খান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘ইতিমধ্যে অনেক নেতা তদবিরে ব্যস্ত হয়েছেন। থানা, ইউএনও অফিস, এসি ল্যান্ড অফিস ও ঢাকায় তাঁরা তদবিরে ব্যস্ত হয়ে গেছেন। আমি তাঁদের সাবধান করছি, হুঁশিয়ার করছি, যারা তদবির করতে চান, আমার কাছে আসবেন। তবে আপনাদের পদ-পদবি আমার কাছে জমা দিয়ে তদবির করতে আসবেন, দেখব কতটুকু পারেন।’

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ডাকবাংলো মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন।

নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দলের প্রবীণ এই নেতা বলেন, ‘পদে থেকে আগামী নির্বাচন পর্যন্ত একটি নেতাও তদবিরে যেতে পারবেন না, কোথাও না। আমি যেন না শুনি, কোনো নেতা থানায় তদবিরে গেছেন। আমি ওসি সাহেবকে বলে যাব, কোনো নেতা থানায় তদবিরে আসবে না। যাঁরা তদবির ও সালিস করবেন, তাঁদের আমি দল থেকে বের করে দেব, প্রয়োজনে পুলিশে দেব।’

আহমেদ আযম খান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচন হবে অত্যন্ত কঠিন। শুধু ঘরে বসে থাকলে হবে না, প্রতিদিন দলের নেতা-কর্মীদের কমপক্ষে ১০ জন ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষের মরণফাঁদ আটিয়া বন অধ্যাদেশ বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর হাশেম প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে