হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুতে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, আহত ৫

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুতে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন আহত হয়েছে। আজ সোমবার উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ৩০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের প্যাট্রল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য শিবচরের পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস সামনে থাকা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে রোগীসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই পদ্মা সেতু কর্তৃপক্ষের প্যাট্রল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম বলেন, পদ্মা সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ