হোম > সারা দেশ > ঢাকা

জামালপুরে বিয়ের আড়াই মাসের মাথায় তরুণীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সদর উপজেলায় বিয়ের আড়াই মাসের মাথায় তাহমিনা জান্নাত (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত একটার দিকে মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকায় নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নববধূ তাহমিনার লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শাশুড়িসহ তিনজনকে আজ বুধবার সকালে থানায় নিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িসহ তিনজনকে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত তাহমিনা জান্নাত জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার উজ্জল মাহমুদের স্ত্রী। 

তাহমিনার পরিবার ও পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি উজ্জলের সঙ্গে জেলার মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনার বিয়ে হয়। এরই মধ্যে তাহমিনা গর্ভবতী হন। কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাচ্চাটি নষ্ট করতে তাঁকে চাপ দিচ্ছিলেন। 

গতকাল ওই সব বিষয় নিয়ে নববধূকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু