হোম > সারা দেশ > ঢাকা

জামালপুরে বিয়ের আড়াই মাসের মাথায় তরুণীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সদর উপজেলায় বিয়ের আড়াই মাসের মাথায় তাহমিনা জান্নাত (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত একটার দিকে মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকায় নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নববধূ তাহমিনার লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শাশুড়িসহ তিনজনকে আজ বুধবার সকালে থানায় নিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িসহ তিনজনকে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত তাহমিনা জান্নাত জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার উজ্জল মাহমুদের স্ত্রী। 

তাহমিনার পরিবার ও পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি উজ্জলের সঙ্গে জেলার মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনার বিয়ে হয়। এরই মধ্যে তাহমিনা গর্ভবতী হন। কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাচ্চাটি নষ্ট করতে তাঁকে চাপ দিচ্ছিলেন। 

গতকাল ওই সব বিষয় নিয়ে নববধূকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট