হোম > সারা দেশ > ঢাকা

জামালপুরে বিয়ের আড়াই মাসের মাথায় তরুণীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সদর উপজেলায় বিয়ের আড়াই মাসের মাথায় তাহমিনা জান্নাত (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত একটার দিকে মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকায় নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নববধূ তাহমিনার লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শাশুড়িসহ তিনজনকে আজ বুধবার সকালে থানায় নিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িসহ তিনজনকে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত তাহমিনা জান্নাত জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার উজ্জল মাহমুদের স্ত্রী। 

তাহমিনার পরিবার ও পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি উজ্জলের সঙ্গে জেলার মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনার বিয়ে হয়। এরই মধ্যে তাহমিনা গর্ভবতী হন। কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাচ্চাটি নষ্ট করতে তাঁকে চাপ দিচ্ছিলেন। 

গতকাল ওই সব বিষয় নিয়ে নববধূকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট