হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিককে হুমকি দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিককে টাঙিয়ে পেটাতে চাওয়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনাটি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। 

এতে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের পূর্বদিন রিটার্নিং অফিসারের সঙ্গে সাংবাদিকদের সভা চলাকালীন হঠাৎ ভান্ডারিয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাকক্ষে প্রবেশ করে উপস্থিত একজন সংবাদকর্মীকে হুমকি দেন বা অসৌজন্যমূলক আচরণ করেন। 

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এবং গণমাধ্যমকর্মীর সঙ্গে একজন জনপ্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যানের এমন আচরণ কমিশনের জন্যও বিব্রতকর। এ বিষয়ে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা অনুসারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। 

এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ইউও (আন অফিশিয়াল) নোট দেন। 

গত ১৭ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট