হোম > সারা দেশ > শরীয়তপুর

ডামুড্যায় পিকআপচাপায় বৃদ্ধ নিহত, স্ত্রী-মেয়েসহ আহত ৩

শরীয়তপুর প্রতিনিধি

আশরাফ আলী দরজির মৃত্যুতে মেয়ে স্বপ্না বেগমের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের ডামুড্যায় পিকআপ ভ্যানের চাপায় আশরাফ আলী দরজি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফ আলীর স্ত্রী, মেয়েসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় ডামুড্যা উপজেলার ২ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী দরজি গোসাইরহাট উপজেলার গরিবেরচর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। আহতরা হলেন আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না বেগম (৩৫) ও ভ্যানচালক মাসুদ আলম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আশরাফ আলীকে কুকুর কামড় দেয়। ভ্যাকসিন দেওয়ার জন্য ডামুড্যা উপজেলা হাসপাতালে যাওয়ার পথে ২ নম্বর ব্রিজের ওপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ তাঁদের বহন করা ভ্যানটিকে চাপা দেয়। এতে আশরাফ আলী, রেণুজা বেগম, স্বপ্না ও মাসুদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন। আশরাফ আলীর স্ত্রী রেণুজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আশরাফ আলীর মেয়ে স্বপ্না বলেন, ‘কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়ার জন্য বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের ওপরে উঠিয়ে দেয়। এ সময় আমার বাবাসহ আমরা সবাই আহত হই। পরে আমার বাবার মৃত্যু হয়।’

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ নাগ (অভি) বলেন, ‘আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। আমরা তাঁর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।’

ডামড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি