হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে পিকআপের চাপায় নিহত ২, আহত ৩

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশাচালক আকবর হোসেন (৪০)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান হাসান (৩০)। এ ঘটনায় আহতরা হলেন যাত্রাবাড়ী থানার এসআই আজহারুল, এসআই বাশার ও পথচারী সোহেল (৩৫)। 

জানা গেছে, মৃত আকবর ভোলা জেলার লালমোহন উপজেলার আবুল কালামের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায় থাকতেন। মৃত হাসানের বিস্তারিত এখনো পাওয়া যায়নি। 

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশার চালক, পথচারী ও পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন পুলিশ কর্মকর্তাসহ আরও দুজন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে হাসান নামে একজন মারা যান। 

ওসি আরও জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির