হোম > সারা দেশ > ঢাকা

খাজা টাওয়ারে আগুন: এখনো নিখোঁজ এক নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে এখনো এক নারী নিখোঁজ রয়েছেন। তাঁর নাম আকলিমা। তাঁর ফুপাতো বোন রওশন আরা বলেন, ‘বিকেল ৪টায় আমার স্বামীকে আকলিমা ফোন দিয়ে আগুনে আটকা পড়ার কথা জানায়। আমরা ধানমন্ডির বাসা থেকে এখানে এসে আবার ফোন দেই। কিন্তু তাঁর নম্বর বন্ধ পাচ্ছি।’ 

আকলিমা রেইস কমিউনিকেশন নামে একটি প্রতিষ্ঠানে কাজ করে বলে জানান রওশন আরা। 
 
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠেছি। প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে। আমরা ১১,১২ ও ১৩ তলায় আটজনকে পেয়েছি। বাকি তলায় কাউকে পাওয়া যায়নি। ধোঁয়ায় তাদের শ্বাস কষ্ট হচ্ছিল। তাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ধারণা আর কেউ ভেতরে আটকা নেই।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন