হোম > সারা দেশ > ঢাকা

স্বামী ইয়াবা কিনে স্ত্রীর কাছে রাখেন, ভাতিজা ক্রেতাকে পৌঁছে দেন

রাজধানীর শেওড়াপাড়া থেকে ১৩ হাজার ইয়াবা বড়িসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পারিবারিকভাবে ইয়াবা কারবারে সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া আলী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা সম্পর্কে এক দম্পতি ও তাঁদের ভাতিজা। তাঁরা হলেন মাহমুদুল হাসান (৪১), তাঁর স্ত্রী মীম আক্তার (২২) এবং ভাতিজা মো. সোহাগ মিয়া (৩৭)। 

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার মাহমুদুল তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর পেশাই ইয়াবা কারবার। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করেন। আর এই কাজে সহযোগিতা করেন তাঁর স্ত্রী মীম এবং ভাতিজা সোহাগ। স্ত্রী ইয়াবা সামলে রাখেন। আর ভাতিজা সোহাগ উবারে গাড়ি চালানোর ছদ্মবেশে তা বিভিন্ন স্থানে পৌঁছে দেন।’

ওসি আরও বলেন, তাঁদের কাছ থেকে মোট ১৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ হাজার ইয়াবা প্রথমে উদ্ধার করা হয়। এরপর ভাতিজা সোহাগের কাছ থেকে ৬০০ এবং মীমের কাছ থেকে ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 গ্রেপ্তার মাহমুদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট