হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসির প্রধান প্রকৌশলী আশিকুরকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে ফেরত পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আজ শনিবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হলো। 

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে প্রকৌশলী আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

আজ দাপ্তরিক আদেশে ডিএসসিসির প্রশাসক ড. মহ. শের আলী উল্লেখ করেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে (বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী) গত ১৫ আগস্ট জারিকৃত দপ্তর আদেশমূলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে অভিযোগের দায় থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো। 

ডিএসসিসির প্রশাসক ড. মহ. শের আলী স্বাক্ষরিত পৃথক দপ্তর আদেশে বলা হয়েছে, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদে ফেরত পাঠানো হলো। 

এর আগে ৫ সেপ্টেম্বর ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞার সই করা দপ্তর আদেশে জানানো হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ধারা ৪৪ অনুযায়ী আশিকুর রহমানের স্বেচ্ছায় ঐচ্ছিক আবেদন গ্রহণ করে তাঁকে অবসর দেওয়া হলো।

এ বিষয়ে আশিকুর আজকের পত্রিকাকে বলেন, তিনি অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। চাকরি থেকে অবসরের বিষয়ে তিনি আদালতে গেছেন। আদালতের রায়ে তাঁর চাকরি বহাল আছে এখনো। তিনি বলেন, তাঁকে কিছু দুষ্কৃতকারী অফিসে যেতে দিচ্ছে না।

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২

ফুটপাত দখল, পথচারী রাস্তায়

হাদির ওপর হামলা: তীব্র নিন্দা ও বিচার দাবি রাজনৈতিক দলগুলোর

জুলাইয়ের মুখ হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটাপন্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাড্ডায় চলন্ত বাসে আগুন

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ডিএমপি