হোম > সারা দেশ > ঢাকা

আমরা গর্বিত, আমাদের একজন আইভী আছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নগর-পরিকল্পনায় নারী নেতৃত্বের প্রমাণ হলো নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাঁর সাফল্যের কারণে ভোটাররা বারবার তাঁকে নির্বাচিত করছে। আমরা গর্বিত কারণ আমাদের একজন সেলিনা হায়াৎ আইভী আছে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরুষ যেসব কাজ করে নারীরা সেগুলো তো করেই, সেই সঙ্গে একটা কাজ করে যেটা প্রকৃতিপ্রদত্ত, সেটা হলো— সন্তান ধারণ এবং জন্মদান। এটা স্রষ্টারই নির্ধারণ করে দেওয়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, সবচেয়ে কষ্টের কাজটা নারী করবে। কারণ নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সে তা থেকে পালিয়ে যায় না।’

‘দেশে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ সংখ্যায় অনেক বেশি হলেও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারী কম’ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর সংখ্যা বৃদ্ধি খুব দরকার। কারণ এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ না থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রয়োজনটা আমাদের জানাই হবে না।’

তিনি জানান, এখন সচিব পর্যায়ে ২০ শতাংশ নারী। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় নারীরা আছে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ প্রাপ্য। 

একজন সেলিনা হায়াৎ আইভী বহু কন্যাশিশুর কাছে অনুপ্রেরণার নাম বলে মন্তব্য করে দীপু মনি বলেন, ‘আমাদের আরও সেলিনা হায়াৎ আইভী দরকার।’

ঘরে এবং বাইরে সমস্ত কাজ নারীরা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পুরুষ। 
পুরুষেরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো অফিস করে বাসায় এসে চ্যানেল সার্ফিং করা। অফিস থেকে বাসায় ফিরে নারী সোজা চলে যায় রান্না ঘরে। আর পুরুষ টেলিভিশন দেখতে বসে যায়। নারী-পুরুষ প্রতিপক্ষ নয়। আমাদের সমস্যা পুরুষতান্ত্রিকতা।’ এ সময় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন