হোম > সারা দেশ > ঢাকা

‘চাঁদাবাজদের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে হবে’

মাদারীপুর প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান বলেন, খুব স্বল্পসংখ্যক লোক বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে। যারা চাঁদাবাজি করে, তাদের সবাই চেনে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। চাঁদাবাজদের কোনো দল নেই, এদের হাত থেকে দেশের জনগণকে মুক্ত করতে হবে। বিএনপি চাঁদাবাজমুক্ত দল, এই জাতীয়তাবাদী দলে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে মাদারীপুরের রাজৈরের কদমবাড়ীতে এক জনসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হেলেন জেরীন বলেন, বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। পোস্টার-ব্যানার লাগাতে গিয়ে ব্যাপক চাঁদাবাজি হয়। এটি বন্ধ হওয়া দরকার।

তিনি আরও বলেন, এই পোস্টার-ব্যানার নির্বাচনের কারণে হতে পারে। সেটি একটি নির্দিষ্ট জায়গায়। সব প্রার্থী লাগাবে এ জন্য হতে পারে। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে এগুলো লাগানোর পক্ষে বিএনপি নেই। এ জন্য এগুলো বন্ধ করেছে। পরিসংখ্যানে দেখা যায়, কেউ ২০ হাজার পোস্টার ছাপাল, এতে ২ লাখ টাকা চাঁদাবাজি হলো। এই পোস্টার লাগাতে গিয়ে অনেক সময় মারামারিও হয়। তাই যত্রতত্র পোস্টার লাগানোর কোনো যৌক্তিকতা নেই। এই পোস্টার লাগানোর ব্যাপারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিলে ভালো হয়। সবার মতামতের ভিত্তিতে ভালো একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।

রাজৈর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাডভোটেক জামিনুর হোসেন মিঠু, কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্যসচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার প্রমুখ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন