হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে আইন বিভাগের ৩ শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

ঢামেক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঢাবির আইন বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। 

আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জহুরুল হক হলের আবাসিক ছাত্র রেজওয়ান আহমেদ রিফাত (২৪), জসিম উদ্দিন হলের শাহিনুর ইসলাম রাসেল (২৫) ও বঙ্গবন্ধু হলের সাকিব আজাদ তুর্য (২৫)। 
 
আহতদের ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা স্বপন মিয়া নামে এক রিকশা চালক বলেন, ‘বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ৫-৬টি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন মিলে তাদেরকে আলোপাতারি মারধর করে। মারধরের পর ফেলে রেখে গেলে তাদেরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।’ 

আহত রেজওয়ান আহমেদ রিফাত বলেন, তারা বঙ্গবন্ধু টাওয়ারের নিচ তলায় যোহরের নামাজ আদায় করেন। এরপর সেখানে ধর্মীয় আলোচনা এবং তাদের বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের বিষয়ে আলোচনা করছিলেন। তখন কয়েকজন এসে তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তারা বের হয়ে রাস্তার ওপর আসলে হঠাৎ কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে এলোপাতারি মারধর করে। এতে তারা ৪ জন গুরুতর আহত হন। 

সাফওয়ান নামে একজনকে খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। তবে মারধরকারীদের তারা চেনেন না বলে জানিয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘তাদের তিনজনের অবস্থাই গুরুতর। শাহিনুরকে জরুরি বিভাগের নিউরোসার্জারি ও সাকিবকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট