হোম > সারা দেশ > ঢাকা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর অপসারণ চান প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর অপসারণ চেয়েছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ। 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংহতি সমাবেশে সংগঠনের সদস্যসচিব ইফতেখার মাহমুদ এ দাবি জানান। তিনি বলেন, ‘সম্প্রতি প্রতিবন্ধীদের নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু আপত্তিকর মন্তব্য করেছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে তাঁর দ্রুত অপসারণ দাবি করছি।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের প্রতিবন্ধীরা নাকি স্বাক্ষর পারেন না, তাঁরা চাকরি করবেন কেমন করে? আমার প্রতিবন্ধী ছাত্র ১০ বছর আগে সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স, মাস্টার্স পাস করে বেরিয়ে গেছে। এখানে অনেক প্রতিবন্ধী আছেন, যাঁরা ইঞ্জিনিয়ার, অনেকে বুয়েট থেকে পাস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক আছেন। তাহলে প্রতিমন্ত্রী কীভাবে বললেন, প্রতিবন্ধীরা স্বাক্ষর দিতে পারেন না, লিখতে পারেন না?’ 

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘আমরা দেখেছি প্রতিবন্ধীদের ওপর পুলিশ হামলা করেছে। আমরা চাই এ রজন্য স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করবেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যে নিন্দনীয় কাজ করেছেন, গর্হিত ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন, সে জন্য তাঁর নিঃশর্ত ক্ষমা ও দুঃখ প্রকাশ করা উচিত। তিনি যে বর্ণবাদী বক্তব্য দিয়েছেন, এটা যদি আমেরিকা ও ইউরোপের কোনো দেশে বলতেন, তাহলে সেই মন্ত্রীর বিরুদ্ধে সমন জারি হতো।’ 

সংহতি সমাবেশ থেকে প্রতিবন্ধী ভাতা মাসিক ৫ হাজার টাকা করা, শিক্ষা উপবৃত্তি ২ হাজার টাকা করা, সরকারি চাকরিতে বিশেষ নীতিমালা বা কোটা চালু, চলতি বাজেটেই ১ হাজার কোটি টাকা প্রতিবন্ধী উদ্যোক্তা তহবিল গঠনসহ ১১ দফা দাবি জানানো হয়। 

সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের সদস্য সালমা মাহবুব, লাকী আক্তার, উজ্জলা বণিক প্রমুখ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল