হোম > সারা দেশ > ঢাকা

কাওয়ালির আসরে হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে পুলিশের লাঠিপেটা, আহত ২ 

ঢাবি প্রতিনিধি

টিএসসির কাওয়ালি জলসায় হামলার প্রতিবাদে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) ডাকা সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, লাঠিপেটায় সংগঠনটির দুই সংগঠক যথাক্রমে শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল টিএসসিতে কাওয়ালি আসরে হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে কর্মীরা বিকেল ৪টায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করলে চলমান করোনা বিধিনিষেধে সভা সমাবেশ নিষিদ্ধের কারণ দেখিয়ে তাঁদের সমাবেশ গুটাতে বলে পুলিশ। কিন্তু পুলিশের বাঁধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে নিতে থাকে তাঁরা। একপর্যায়ে হামলার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। 

পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক রাতুল মোহাম্মদ বলেন, ‘গতকাল টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল ৪টায় শাহবাগে ধিক্কার সমাবেশের আয়োজন করি। ব্যানার খুলে দাঁড়াতেই পুলিশ আমাদের বাঁধা দেয়, লাঠিপেটা করে। পুলিশের হামলায় পিপল অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক অন্যতম সংগঠক শিমুল চৌধুরী এবং সজীব তুষার আহত হন।’ 

লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ। তাঁরা সমাবেশ করতে চাইলে আমরা তাঁদের নিষেধ করি। তারপর তাঁরা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনো ধরনের আক্রমণ করা হয়নি।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ