হোম > সারা দেশ > ঢাকা

কাওয়ালির আসরে হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে পুলিশের লাঠিপেটা, আহত ২ 

ঢাবি প্রতিনিধি

টিএসসির কাওয়ালি জলসায় হামলার প্রতিবাদে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) ডাকা সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, লাঠিপেটায় সংগঠনটির দুই সংগঠক যথাক্রমে শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল টিএসসিতে কাওয়ালি আসরে হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে কর্মীরা বিকেল ৪টায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করলে চলমান করোনা বিধিনিষেধে সভা সমাবেশ নিষিদ্ধের কারণ দেখিয়ে তাঁদের সমাবেশ গুটাতে বলে পুলিশ। কিন্তু পুলিশের বাঁধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে নিতে থাকে তাঁরা। একপর্যায়ে হামলার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। 

পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক রাতুল মোহাম্মদ বলেন, ‘গতকাল টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল ৪টায় শাহবাগে ধিক্কার সমাবেশের আয়োজন করি। ব্যানার খুলে দাঁড়াতেই পুলিশ আমাদের বাঁধা দেয়, লাঠিপেটা করে। পুলিশের হামলায় পিপল অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক অন্যতম সংগঠক শিমুল চৌধুরী এবং সজীব তুষার আহত হন।’ 

লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ। তাঁরা সমাবেশ করতে চাইলে আমরা তাঁদের নিষেধ করি। তারপর তাঁরা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনো ধরনের আক্রমণ করা হয়নি।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৫

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন