হোম > সারা দেশ > ঢাকা

কাওয়ালির আসরে হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে পুলিশের লাঠিপেটা, আহত ২ 

ঢাবি প্রতিনিধি

টিএসসির কাওয়ালি জলসায় হামলার প্রতিবাদে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) ডাকা সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগ চত্বরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, লাঠিপেটায় সংগঠনটির দুই সংগঠক যথাক্রমে শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল টিএসসিতে কাওয়ালি আসরে হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে কর্মীরা বিকেল ৪টায় শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করলে চলমান করোনা বিধিনিষেধে সভা সমাবেশ নিষিদ্ধের কারণ দেখিয়ে তাঁদের সমাবেশ গুটাতে বলে পুলিশ। কিন্তু পুলিশের বাঁধা উপেক্ষা করে সমাবেশ চালিয়ে নিতে থাকে তাঁরা। একপর্যায়ে হামলার প্রতিবাদে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। 

পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক রাতুল মোহাম্মদ বলেন, ‘গতকাল টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেল ৪টায় শাহবাগে ধিক্কার সমাবেশের আয়োজন করি। ব্যানার খুলে দাঁড়াতেই পুলিশ আমাদের বাঁধা দেয়, লাঠিপেটা করে। পুলিশের হামলায় পিপল অ্যাকটিভিস্ট কোয়ালিশনের সংগঠক অন্যতম সংগঠক শিমুল চৌধুরী এবং সজীব তুষার আহত হন।’ 

লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ। তাঁরা সমাবেশ করতে চাইলে আমরা তাঁদের নিষেধ করি। তারপর তাঁরা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনো ধরনের আক্রমণ করা হয়নি।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট