হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে তুলে নিয়ে ছুরিকাঘাতে আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শহিদুল ইসলাম শহিদ (৪৫) ও তাঁর ছেলে এহসানুল হক (২৪)।

নিহত আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।

র‍্যাবের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ মার্চ রাতে র‍্যাব তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, হত্যা মামলার প্রধান আসামি ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় আত্মগোপনে আছেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম শহিদ ও তাঁর ছেলে এহসানুল হককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে আত্মগোপনে থাকা প্রধান আসামি ও সহযোগী তাঁর ছেলেকে ঢাকা মহানগরীর আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে গত ৯ মার্চ স্থানীয় বাঁশবাড়ি বাজারের পূর্ব পাশে মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আব্দুল্লাহকে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট