হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতে খুনের ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে তুলে নিয়ে ছুরিকাঘাতে আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শহিদুল ইসলাম শহিদ (৪৫) ও তাঁর ছেলে এহসানুল হক (২৪)।

নিহত আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।

র‍্যাবের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ মার্চ রাতে র‍্যাব তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, হত্যা মামলার প্রধান আসামি ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় আত্মগোপনে আছেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম শহিদ ও তাঁর ছেলে এহসানুল হককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে আত্মগোপনে থাকা প্রধান আসামি ও সহযোগী তাঁর ছেলেকে ঢাকা মহানগরীর আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে গত ৯ মার্চ স্থানীয় বাঁশবাড়ি বাজারের পূর্ব পাশে মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আব্দুল্লাহকে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির