হোম > সারা দেশ > ঢাকা

স্বর্ণ পাচারের চুক্তি হয় ১৫ হাজারে, বিমানবন্দরের কর্মীসহ গ্রেপ্তার ২ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

পনেরো হাজার টাকায় স্বর্ণ পাচারের চুক্তি করে চোরাচালান করতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বিমানবন্দরের হেল্প সার্ভিস প্রোভাইডার শুভেচ্ছার স্টাফ মো. নাঈমুর রহমান তন্ময় (২৬) ও দুবাই থেকে আগত যাত্রী মো. আলমগীর (৪৮)।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাঁদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ৩৪৮ গ্রাম ওজনের তিনটা গোল্ড বার ও ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ধ্যায় তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জের বাসিন্দা ও প্রবাসী যাত্রী আলমগীর এবং হেল্পলাইন স্টাফ তন্ময় ঢাকার মিরপুরের অধিবাসী।

এ বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক  বলেন, যাত্রী আলমগীর আজ সকালে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে এসে ঢাকায় অবতরণ করেন। দুবাই থাকা অবস্থাতেই তিনি শুভেচ্ছা সার্ভিসের হেলপার তন্ময়ের সঙ্গে স্বর্ণ পাচারে সহযোগিতার বিনিময়ে ১৫ হাজার টাকার কন্টাক্ট করেন। পরিকল্পনা অনুযায়ী বিমান থেকে নেমে যাত্রী আলমগীর বেল্ট এরিয়ায় দাঁড়িয়ে তন্ময়ের সঙ্গে যোগাযোগ করেন। হেল্পলাইন স্টাফ তন্ময় বেল্ট থেকে যাত্রীর তিনটি গোল্ডবার সংগ্রহ করেন এবং যাত্রীর মালামালসহ গ্রিন চ্যানেল অতিক্রম করেন। কিন্তু বেল্টেই যাত্রীর কাছ থেকে গোপনে কিছু একটা গ্রহণ করে নিজের প্যান্টের পকেটে লুকিয়ে ফেলা তন্ময়কে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাদা পোশাকের গোয়েন্দা দল নজরে রাখছিল। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট