হোম > সারা দেশ > ঢাকা

বিমানের পদক্ষেপে কমেছে স্বর্ণ চোরাচালান: এমডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পদক্ষেপের কারণে স্বর্ণ চোরাচালান অনেক কমে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল। বুধবার রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের বিএটিসি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিমানের এমডি বলেন, ‘আমরা চেষ্টা করছি স্বর্ণ চোরাচালান বন্ধ করতে, একদিনে হয়তো বন্ধ করতে পারব না। কিন্তু আমাদের পদক্ষেপে কমে আসছে কিনা, সেটা সবাই মিলে দেখতে পারি।’ 

স্বর্ণ চোরাচালানের সঙ্গে এয়ারলাইনসের অপারেটরেরা জড়িত রয়েছে উল্লেখ আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘এয়ারলাইনসের অপারেটরেরা কম–বেশি জড়িত আছে স্বর্ণ চোরাকারবারে। এটা অস্বীকার করার সুযোগ নেই।’ 

আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘তবে বিবেচ্য বিষয়—আগে বড় বড় চালান ধরা পড়ত, এখন দেখা যাচ্ছে ছয়-সাতটায় ধরা পড়ছে সেই পরিমাণ। আগে কেউ স্বর্ণ আমদানি করে নিয়ে আসত না। সরকার স্বর্ণ নীতিমালা করে দেওয়ার পর থেকে এখন বিরাট লাইন দেখা যায় কাস্টমসে। তারপরও সোনার চোরাচালান আসছে।’ 

বিমানের প্রচেষ্টায় স্বর্ণ চোরাচালান কমে আসছে জানিয়ে বিমানের এমডি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, স্বর্ণ চোরাচালানকে যতটা পারা যায় শূন্যের দিকে নিয়ে যাওয়া। সিসি ক্যামেরার এরিয়া বাড়িয়ে দিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাতে দেখা যায়। এখানে বেবিচকসহ বিভিন্ন এজেন্সি আছে তারা মনিটর করছে। আমরা নতুন কিছু যন্ত্রপাতি যুক্ত করার চেষ্টা করছি। অবকাঠামোগত কিছু বিষয় চিহ্নিত করছি। তা পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হয়েছে।’ 

এক বছরে ১৭৮টি বিভাগীয় মামলায় বিমান কর্মীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে জানিয়ে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় মামলা হয়েছে ২০২টি। এর মধ্যে শাস্তি নিশ্চিত করা হয়েছে ১৭৮ টিতে। এসব মামলায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৫২ জনকে। এর মধ্যে ১৩ জন স্বর্ণ চোরাচালানের বিভিন্ন মামলার সঙ্গে জড়িত ছিল। তিনজনকে অপসারণ করা হয়েছে। পদ অবনমিত করা হয়েছে দুজনকে। বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে ১৫ জনের। অর্থ দণ্ড দেওয়া হয়েছে নয়জনকে। তিরস্কার করা হয়েছে ২৫ জনকে। কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছে ৩৪ জনকে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট