হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনার তদন্ত করবে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত ফেরি দুর্ঘটনার তদন্ত করবে সংসদীয় কমিটি। এ নিয়ে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাজাহান খান ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, রণজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ শিমুল ও আছলাম হোসেন সওদাগর। সংবাদ বিজ্ঞপ্তিতে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে অধিকতর সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। 

সকল সমুদ্র বন্দরের জন্য একটি একক আইন প্রণয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে বলে জানানো হয়। এ ছাড়া, বৈঠকে বাংলাদেশের সকল নদ-নদী পর্যায়ক্রমে দখলমুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন পরবর্তী সভায় উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে। 

কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন, কমিটির সদস্য মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট