হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে পানির দাবিতে সড়ক অবরোধ, সরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবীতে পানির দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পল্লবীর ১২ নম্বর কালশী ফ্লাইওভারের (কুর্মিটোলা ক্যাম্পসংলগ্ন) সামনে সড়ক অবরোধ করেন কুর্মিটোলা ক্যাম্প, শাহপরান বস্তি, বালুরমাঠ বস্তিসহ পাঁচটি ক্যাম্পের কয়েক শ মানুষ। একপর্যায়ে বিক্ষোভকারীরা কালশী ফ্লাইওভারের সামনে যান চলাচল বন্ধ করে দেন। পরে পল্লবী থানা-পুলিশের একটি টিম তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

বালুরমাঠ বস্তির চেয়ারম্যান মো. জয়নাল আজকের পত্রিকাকে বলেন, টানা ২৫ দিন পানির সংকট। মানুষ বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে প্রয়োজন সারছেন। এখন বাধ্য হয়ে সবাই রাস্তায় নেমেছেন। ওয়াসার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা শুধু বলছে, ‘আমরা দেখছি।’

কুর্মিটোলা ক্যাম্পের বাসিন্দা মিনা খাতুন জানান, দুই মাস ধরে তাঁদের পানির সংকট। গত ২৫ দিন ক্যাম্পে এক ফোঁটাও পানি নেই। পুরো ক্যাম্পে পানির হাহাকার।

প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ টাকা পানির বিল দেওয়ার পরও পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শাহপরান বস্তির বাসিন্দা মিলন। তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পের পানির লাইন ওয়াসার লোকজন টাকা খেয়ে সাগুফতাকে (হাউজিং কোম্পানি) দিয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম সহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। বিদ্যুতের ব্যবস্থা হলে, সব সমাধান হয়ে যাবে। গরম কমলে আর কোনো সমস্যা থাকবে না। বিদ্যুৎ থাকলে পাম্প চলবে, পানি উঠবে। না থাকলে পাম্প চলবে না।’ 

ঢাকা ওয়াসার তথ্য অনুসারে, ঢাকায় দৈনিক পানির চাহিদা রয়েছে ২২০ থেকে ২৪০ কোটি লিটার। তবে সংস্থাটির দৈনিক উৎপাদন সক্ষমতা রয়েছে ২৭০ কোটি লিটার। ওয়াসা ভূগর্ভস্থ উৎস থেকে উৎপাদনের ৬৬ ভাগ পানি আহরণ করে। বাকি ৩৪ ভাগ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সংগ্রহ করে তা নগরবাসীর জন্য সরবরাহ করে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু