হোম > সারা দেশ > টাঙ্গাইল

এতিম মুনতাহাকে সাড়ে ৫ লাখ টাকা দিল গ্রামবাসী

প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল) 

ছয়মাস বয়সী সিদরাতুল মুনতাহা ও তার মায়ের জন্য এবারের ঈদটা ছিল দুঃসহ যন্ত্রণার। তিনমাস আগে মুনতাহার বাবা মাওলানা মো. মোশাররফ হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন মাদরাসার প্রভাষক। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামীর মৃত্যুর পর ফাতেমা তুজ যোহরা পড়ে যান অথৈ সাগরে। তবে গ্রামবাসী এগিয়ে আসায় তাঁর মুখে ফুটেছে ঈদের হাসি।

ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক ছিলেন মো. মোশাররফ হোসেন। বাড়ি মাদ্রাসার কাছেই আষাঢ়িয়াচালা গ্রামে। গত বছরের শেষের দিকে তাঁর ক্যান্সার ধরা পড়ে। দরিদ্র পরিবারের সন্তান চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা ঋণ করেছিলেন। গত ৭ এপ্রিল তিনি মারা যান। অসহায় হয়ে পড়েন স্ত্রী ফাতেমা তুজ যোহরা (২১) ও ছয়মাসের কন্যা সিদরাতুল মুনতাহা। 

এলাকার সন্তান মাওলানা মোশাররফের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিল স্থানীয় বেসরকারি সংস্থা সোস্যাল এইড বাংলাদেশ (সাব)। এর মধ্যে মারা যান মোশাররফ। সাব–এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে মাওলানা মোশাররফ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁর শিশু সন্তান ও স্ত্রীর ভবিষ্যৎ জীবনের ন্যূনতম নিরাপত্তার জন্য সাব ও এলাকার প্রবাসীদের সহযোগিতায় তাঁদের হাতে সাড়ে পাঁচ লাখ টাকার চেক তুলে দিলাম। 

গত বৃহস্পতিবার (২২ জুলাই) ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া মায়ের কোলে বসে থাকা সিদরাতুল মুনতাহার হাতে চেক তুলে দেন। এসময় সাব–এর সভাপতি ড. সাঈদ আহমেদ, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. বাহাদুর কবির, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। চেক পাওয়ার পর মোশাররফ হোসেনের স্ত্রী ফাতেমা তুজ যোহরা আবেগাপ্লুত হয়ে বলেন, আমাদের জন্য গ্রামবাসীর এই ভালোবাসার কথা কোনোদিন ভুলতে পারব না। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন